সকল মেনু

শিশু পুরস্কার প্রতিযোগিতায় ভোলার প্রপ্তি’র রৌপ্য পদক লাভ

unnamed  ভোলা প্রতিনিধি: ভোলা জেলার সর্ব কনিষ্ঠ শিল্পী, সুর্যমুখী কিন্ডার গার্টেনের কেজি-১ এর ছাত্রী পুস্পিতা চ্যাটার্জী প্রাপ্তি বুধবার জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ছড়া গানে রৌপ্য পদক পেয়েছে। ঢাকার বাংলাদেশ শিশু একাগেমীতে এ প্রতিযোগিতা শুরু হয়। আগামী ২৩  মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দিবেন। প্রাপ্তি বরিশাল বিভাগে ভোলার হয়ে প্রথম স্থান অর্জন করে। এদিকে প্রাপ্তির এ পুরস্কার লাভে ভোলার জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা শুভেচ্ছা জানিয়েছেন। ভোলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী সুরকার সাবেক অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুলের লেখা ছড়া গান গেয়েই প্রাপ্তি এ পুরস্কার লাভ করায় আফসার উদ্দিন বাবুলও তাকে শুভেচ্ছা জানান। এদিকে এমন সাফল্যে খুশি হওয়ার পাশা-পাশি শুভেচ্ছা জানান, তার পিতা প্রাইমারী স্কুল শিক্ষক পলাশ চ্যাটার্জী, মা প্রাইমারী শিক্ষক বন্ধনা গাঙ্গুলী, দিদা রত্না গাঙ্গুলী, সংগীত গুরু জয়া গাঙ্গুলী ও ভাস্কর মজুমদার। এছাড়া শুভেচ্ছা জানান, বিহঙ্গ সাহিত্য গোষ্ঠীর সভাপতি অমিতাভ অপু। প্রাপ্তির গান শেখা শুরু হয় শিল্পী জয়া গাঙ্গুলীর হাত ধরে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top