সকল মেনু

সাঈদ খোকনের মশক নিধন অভিযান শুরু

saeed-khokon-md20150521112520নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। শপথ নেওয়ার পরই তিনি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে নিজ হাতে ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি কাউন্সিলর ও জনগণকে এই কাজে সম্পৃক্ত করছেন।
মশক নিধনের জন্য এবার নিজ হাতে নিলেন মশা তারানো ফকার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাত দিনব্যাপী মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে নিজ হাতে ফকার নিয়ে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট এম এ হামিদ খান, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রহমান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top