সকল মেনু

সৈয়দপুরে সামান্য বৃষ্টিতে প্রধান সড়কে হাঁটুপানি

unnamed মো. আমিরুজ্জামান, নীলফামারী  ২০ মে: নীলফামারীর সৈয়দপুরে বুধবার (২০ মে) সকালে সামান্য বৃষ্টিতে প্রথম শ্রেণির সৈয়দপুর পৌরসভার প্রধান সড়কে হাঁটুপানি জমে জলাব্ধতার সৃষ্টি হয়। ফলে চলাচলে লোকজনকে দুর্ভোগ পোহাতে হয়। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে অপিকল্পিত ও অপরিস্কার ড্রেন ও যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে রাখায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। রেলওয়ে শহর সৈয়দপুরের অধিকাংশ জায়গা দখল করে ও ড্রেনের উপর দোকানপাট- বাড়িঘর নির্মাণ করায় পানি নিষ্কাশনের ড্রেন প্রায় বন্ধ হওয়ার পথে। এতে করে সামান্য বৃষ্টিতে বাসবাড়িতে পানি ঢুকে পড়ছে এবং রাস্তাঘাটে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এনিয়ে অনেক লেখালেখি হলেও কর্তৃপক্ষের টনক নড়ছে না বলে ভুক্তভোগীরা জানান। সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার জানান, অবিলম্বে এই সমস্যার সমাধান হবে। ইতোমধ্যে ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে এবং যত্রতত্র ফেলে রাখা নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলার জন্য বলা হয়েছে বলে
উল্লেখ করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top