সকল মেনু

ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু

unnamed এম. শরীফ হোসাইন, ভোলা: কালবৈশাখী ঝড়ে ভোলার ইলিশা ফেরিঘাটের পন্টুনসহ র‌্যাম বিচ্ছিন্ন হয়ে যাওয়ার দুই দিন পর বুধবার সকালে ইলিশা ফেরিঘাটে নতুন একটি পন্টুন স্থাপন করা হয়েছে। ফলে দুই দিন পর বুধবার সকাল থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফের ফেরি চলাচল শুরু হয়েছে। এতে করে ওই রুটের উভয় পারে আটকে পড়া মালবাহী ট্রাকসহ অন্তত দুই শতাধিক যানবাহন লোড-আনলোড করা হচ্ছে। গত সোমবার সকালে ঝড়ের কবলে পড়ে ভোলার ইলিশা ফেরিঘাটের পন্টুনসহ র‌্যাম ফেরিঘাট থেকে বিচ্ছিন্ন হয়ে পরলে ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পরিবহন শ্রমিক ও যাত্রীরা। গত দুই দিন ধরে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পারের প্রায় দুই কোটি টাকার ধান-চালসহ বিভিন্ন মালামাল পচে যাওয়ার উপক্রম হয়েছিল। ভোলা-লক্ষ্মীপুর ফেরি সার্ভিস ম্যানেজার (বাণিজ্য) আবু আলম হাওলাদার বুধবার দুপুরে জানান, বিআইডব্লিউটি’র যুগ্ম পরিচালক শাহাজল হকের নেতৃত্বে বরিশাল বিআইডব্লিউটএ’র একটি তদন্ত দল গত মঙ্গলবার দিনব্যাপী ভোলার ইলিশা ফেরিঘাটে এসে পন্টুনের র‌্যাম মেরামতের চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু তারা দীর্ঘ চেষ্টা করেও র‌্যাম মেরামত করতে পারেননি। তাই বিআইডব্লিউটিএ’র নতুন একটি পন্টুন মঙ্গলবার রাত ৯টার দিকে ভোলার ইলিশা ফেরিঘাটে আনা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে নতুন ওই পন্টুনটি স্থাপনের কাজ শেষ হয়েছে। ফলে বুধবার সকাল থেকেই ভোলা-লক্ষ্মীপুর রুটে ফের ফেরি চলাচল শুরু হয়েছে। ওই রুটের উভয় পারে আটকে পড়া মালবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন লোড-আনলোড করা হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top