সকল মেনু

কুড়িগ্রামে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রজনন খামার

unnamed ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রজনন খামার এর মাধ্যমে উন্নত জাতের ছাগল পালন করতে পারছে দরিদ্র জনগোষ্ঠি। আরডিআরএস  বাংলাদেশ এর উদ্যোগে জেলা সদরের দাসের হাট এলাকায় স্থাপিত ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রজনন খামার থেকে জাত উন্নয়নের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকার দরিদ্র জনগোষ্ঠিকে ছাগল পালনে সহায়তা দেয়া হচ্ছে। এসব ছাগলের খাদ্যের চাহিদা মেটাতে নেপিয়ার , ও স্পেলনডিডা প্রজাতির ঘাসের প্লট করে সরবরাহ করা হয়।  গত ১বছরে এ খামার থেকে জাত উন্নয়ন করে দুই শতাধিক ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়েছে।
এসময় আরডিআরএস বাংলাদেশের হেড অব মাইক্রোফাইন্যান্স মোঃ হুমায়ুন খালেদ বলেন, ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রজজন ও বিতরণের মাধ্যমে দরিদ্রতার দূর করে স্বাবলম্বী করে তোলার মাধ্যমে দেশের উন্নয়নই ছাগল প্রজজন খামাটির মূল্য লক্ষ্য।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top