সকল মেনু

মোবাইলে জাতীয় সঙ্গীত ব্যবহার নিষিদ্ধের রায় বহাল

104431নিজস্ব প্রতিবেদক : মোবাইল ফোনে রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে জাতীয় সঙ্গীত ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ সোমবার এ আদেশ দেন। একই সঙ্গে মোবাইল অপারেটর গ্র্রামীণফোন, বাংলালিংক ও রবিকে ৫০ লাখ টাকা করে হাইকোর্টের করা জরিমানা কমিয়ে ৩০ লাখ টাকা করা হয়েছে।
আদালতে মোবাইল অপারেটরদের পক্ষে শুনানী করেন এ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। রিটের পক্ষে ছিলেন এ্যাডভোকেট মাসুদ আহমেদ সায়ীদ।
২০১০ সালের ৫ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ মোবাইলে রিংটোন হিসেবে জাতীয় সঙ্গীত ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে রায় দেন। পরে এক ‍রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ রায় দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top