সকল মেনু

ঈদে নতুন চমক আসছে রেলে- রেলমন্ত্রী

unnamed  এস এন ইউসুফ,হটনিউজ২৪বিডি.কম: রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রীদের সেবা দেয়ার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে ব্যাপক পদক্ষেপ হতে নিয়েছে। ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রীদের কাঙ্খিত সেবা দেয়ার লক্ষ্যে ইতোমধ্যে নতুন নতুন পদক্ষেপ হাতে নেয়া হচ্ছে। তারমধ্যে উল্লেখযোগ হচ্ছে নতুন কোচ এবং লোকমটিভ দিয়ে যাত্রীদের বিশেষ সেবা দেয়।
ঈদুল ফিতরে যাত্রীদের বিশেষ সেবা দেয়ার জন্য নতুন কোচ সংযোজন করার লক্ষ্যে মেরামত কাজ পরিদর্শনে ৯ মে শনিবার সকালে দিনাজপুরের পার্বতীপুর ও সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী এ সময় সাংবাদিকদের বলেন গত বছরের তুলনায় এবছর আরো বেশী কোচ সংযোগ হবে রেলওয়েতে। এজন্য কর্মকর্তা কর্মচারীরা রাতদিন কাজ করে যাচ্ছেন তাই এবছর নতুন চমক থাকতে পারে রেওয়েতে। এছাড়াও প্রতিবছরের ন্যায় প্রতিটি ষ্টেশনে কালোবাজারি বন্ধ আর ট্রেনের শিডিউল সঠিক রেখে সার্বক্ষনিক যাত্রীদের সেবা দেয়ার লক্ষ্যে কাজ করছে রেলওয়ের সর্বস্তরের কর্মকর্তারা। মন্ত্রী পরিদর্শন শেষে আরো বলেন, বর্তমানে রেলের সেবার মান অতিতের চেয়ে অনেক গুণ বেড়েছে তাই সর্বস্তরের মানুষ এখন নিরাপদ বাহন হিসেবে রেলকেই বেশী প্রধান্য দিচ্ছে। এবারের ঈদে অতিরিক্ত চাপ সামাল দিতে আমরা সর্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যাত্রীদের সেবাই আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হুইপ শওকত চৌধুরী এমপি, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ সালাহ উদ্দীন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, এ ডি জি(আরএস) খলিলুর রহমান, রেলপথ মন্ত্রীর একান্ত সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার, মহাব্যবস্থাপক (পশ্চিম) খায়রুল আলম, প্রধান প্রকৌশলী (পশ্চিম) মাহবুবুল হক বশির, রেপথমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ এন এম জসিম উদ্দীন প্রমূখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top