সকল মেনু

স্থলসীমান্ত বিল ভারতের মন্ত্রিসভায় অনুমোদন

timthumb.php  হটনিউজ ডেস্ক,ঢাকা, ০৫ মে:  বহুল আলোচিত বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তির অনুমোদন করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। বিলটি কাল বুধবার অপরিবর্তিতভাবে রাজ্যসভায় পাস করিয়ে পর দিন বৃহস্পতিবার লোকসভায় পাস করানোর কথা রয়েছে। স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ভারতের সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে দেশটির নিম্নকক্ষ ও উচ্চকক্ষের দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন। গত রাতে অমিত শাহর অশোকা রোডের বাড়িতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, সংসদবিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আসাম বিজেপির সভাপতি সিদ্ধার্থ ভট্টাচার্যকেও জরুরি তলব জানিয়ে ওই বৈঠকে আনা হয়েছিল। প্রধান বিরোধী দল কংগ্রেসের চাপে গতকাল সোমবার রাতে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি বিলটি অপরিবর্তিতভাবে পাস করানোর সিদ্ধান্ত নেয়। এরপর কেন্দ্রীয় মন্ত্রিসভা বিলটি অনুমোদন দিল। রাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর বাসভবনে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে সীমান্ত বিল অপরিবর্তিতভাবে পাস করানোর সিদ্ধান্ত হয়। বৈঠকে আসাম বিজেপির সভাপতি সিদ্ধার্থ ভট্টাচার্যসহ দলের সব সাংসদকে ডাকা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর কাল বুধবার সীমান্ত বিলটি অপরিবর্তিতভাবে রাজ্যসভায় এবং পর দিন বৃহস্পতিবার লোকসভায় তা পাস করানোর চেষ্টা হবে।
বিলটি নিয়ে তাড়াহুড়োর একমাত্র কারণ লোকসভার অধিবেশন ৮ মে শেষ হয়ে যাচ্ছে। তার মধ্যেই এই ১১৯তম সংবিধান সংশোধন বিলটি পাস না হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর পিছিয়ে যাবে। মোদি জুন মাসে ঢাকা আসতে আগ্রহী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top