সকল মেনু

বিমান বন্দরে ৭৫ কার্টন ওষুধ জব্দ করেছে

অনলাইন রিপোর্ট : হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আনুমানিক দুই কোটি টাকা মূল্যের অবৈধ ওষুধ জব্দ করেছে কাস্টমস শুল্ক ও গোয়েন্দা বিভাগ।
shahjalal_953956751সোমবার (০৪ মে) রাত সোয়া ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার।
তিনি জানান, অবৈধভাবে দেশে আনা ৭৫ কার্টন ওষুধ জব্দ করা হয়েছে। বর্তমানে এর বাজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা।
মানবদেহের হাড় এবং স্নায়ু জটিলতা সংক্রান্ত ওষুধের কার্টনগুলো ২ মে এয়ার ইন্ডিয়ার মালামাল বহনকারী একটি প্লেনে করে দেশে আনা হয় বলে জানান উম্মে নাহিদা।
তিনি বলেন, গার্মেন্টস এক্সসরিজ পণ্যের ঘোষণা দিয়ে অনুমোদনহীন এসব ওষুধ আমদানি করা হয়েছিল।
চট্টগ্রামের বার্ডস স্টিস ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান এসব ওষুধ আমদানি করেছে জানিয়ে উম্মে নাহিদা বলেন, এ ঘটনায় তদন্ত ও আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top