সকল মেনু

৩রা মে ‘বোমার বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবসের আলোচনা সভা’

unnamed হটনিউজ ডেস্ক: আগামী ৩রা মে ২০১৫, রবিবার, সকাল ১০.৩০মিনিট, জাতীয় প্রেস ক্লাব এর ২য় তলা্র, ভিআইপি লাউঞ্জে “বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনে”র উদ্যোগে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবসের-২০১৫ এর প্রতিপাদ্য বিষয় “সাংবাদিকতাকে উন্নত হতে দাও!এবং ডিজিটাল যুগে উন্নত রিপোটিং লিঙ্গ সমতা এবং মিডিয়ায় নিরাপত্তা বিধান করা।’’ শীর্ষক এক আলোচনা সভা ও সাংবাদিক সম্মননা আয়োজন অনুষ্ঠিত হবে। উক্ত আলাচনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জনাব ইকবাল সোবাহান চৌধুরী বিশেষ অতিথির আসন গ্রহন করবেন  বাংলাদেশ সংবাদ সংস্থার (এম.ডি) ও প্রধান সম্পাদক জনাব আবুল কালাম আজাদ, জনাব শাইখ সিরাজ বার্তা প্রধান ও পরিচালক চ্যানেল আই, বিশিস্ট সাংবাদিক জনাব নাঈমুল ইসলাম খান। উক্ত আলাচনা সভায় প্রধান আলাচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিস্ট সাংবাদিক আমানুল্লাহ কবীর, সিনিয়র এডিটর বিডি নিঊজ২৪.কম, ও আইটি বিশেষজ্ঞ জনাব মোস্তফা জব্বার, কামাল উদ্দিন সবুজ সভাপতি জাতীয় প্রেস ক্লাব, জনাব ওমর ফারুক, সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। উক্ত গোলটেবিল আলোচনায় আপনার প্রতিষ্ঠানের একজন সংবাদ প্রতিবেদক ও একজন আলোকচিত্র সাংবাদিক পাঠিয়ে এ খবরটি প্রচার/প্রকাশের ব্যবস্থা করে কৃতার্থ করবেন বলে আশা করি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top