সকল মেনু

জনগণ খালেদা জিয়ার ভাওতাবাজি মানবে না’

dsc_0014_64317ফরিদপুর: ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপির ভোট বর্জনকে পরিকল্পিত বলে অভিযোগ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘নির্বাচনে দুই দিন আগে পরিকল্পনা করে খালেদা জিয়া সিটি নির্বাচন বয়কট করেছেন। যদি সরকার নির্বাচনে কারচুপি করতো তবে কেউ কি তিন লাখ ভোট পেতো? খালেদা জিয়া জনগণের সঙ্গে ভাওতাবাজি করছেন। জনগণ এই ভাওতাবাজি মানবে না।’

আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষ্যে শুক্রবার ফরিদপুর শহরের জনতার মোড়ে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। জাতীয় শ্রমিক লীগ, ফরিদপুর জেলা শাখা এই জনসভার আয়োজন করে।

বিএনপির ভাওতাবাজিকে প্রতিহত করার অংশ হিসেবে ফরিদপুরের জনসভা উল্লেখ করে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘আন্দোলনের নামে খালেদা জিয়া জনগণের জিম্মি করে ঢাকাকে অচল করে দিতে চেয়েছিল। অবরোধের ডাক দিলেন, তার হরতাল ডাকলেন এসএসসি পরীক্ষার মধ্যে। তিনি ছেলে-মেয়েকে পরীক্ষা দিতে দেবেন না। তার হরতালের ডাকে ঢাকায় যানজট আরও দুই-তিন বেড়ে গিয়েছিল। হরতালের মতো কর্মসূচির বারোটা বাজিয়েছেন তিনি। এখন যদি আগামীতে কেউ হরতাল ডাকলে মানুষ তা মানবে না।’

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বেকায়দায় পড়ে খালেদা জিয়া আন্দোলন থেকে পালানোর পথ খুঁজছিলেন। আমাদের নেত্রী (শেখ হাসিনা) ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন ডেকে পালানোর পথ করে দিলেন। উনি (খালেদা জিয়া) অবরুদ্ধ থেকে মুক্ত হয়ে নির্বাচন করলেন। ৫০টি গাড়ি নিয়ে ভোট চাইতে নেমে পর পর তিনদিন জনগণের দাবর খেয়েছেন। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী হওয়ায় ভোট চাইতে নামতে পারেননি। মন্ত্রী হওয়ায় আমিও নামতে পারিনি। কিন্তু বিএনপির সবস্তরের নেতাকর্মীরা মাঠে নেমেছিল।’ তিনি বলেন, ‘বিএনপি অভিযোগ করে আওয়ামী লীগ তাদের ধাওয়া দিয়েছে। যদি আওয়ামী লীগ কাউকে দাবর দেয় তাহলে সে ঘরে ফিরতে পারবে? রাজনীতি করতে হলে সোজা পথে আসুন। তা না হলে ফরিদপুরবাসী দাবর দিয়ে পদ্মানদী পার করে দেবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top