সকল মেনু

৫৬ ব্যবসায়ী পেলেন সিআইপি মর্যাদা

CIP-celected20150501150909নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পোদ্যোগী ৫৬ ব্যক্তিকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি-শিল্প) হিসেবে ঘোষণা করেছে সরকার।
২০১২ সালের নীতিমালা অনুযায়ী ব্যবসায়ীদের এ মর্যাদা দেয়া হয়েছে। ২০১৪ সালে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তারা এ মর্যাদা পেলেন। বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের এক আদেশে বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয়বৃদ্ধিসহ অর্থনীতিতে অবদানের জন্য সাত ক্যাটাগরিতে তাদের মনোনীত করা হয়েছে।

এদের মধ্যে ১২ জন পেয়েছেন পদাধিকারবলে। তারা বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এছাড়া বৃহৎ শিল্প খাতে ২১, মাঝারি শিল্পে ৯, ক্ষুদ্র শিল্পে ৬, মাইক্রো শিল্পে ২, সেবা খাতে ৫ ও কুটির শিল্প খাতে একজন সিআইপি মর্যাদা পেয়েছেন। আগামী ৭ মে আনুষ্ঠানিকভাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু তাদের হাতে সিআইপি কার্ড তুলে দেবেন।

পদাধিকারবলে সিআইপি মর্যাদা পাওয়া ব্যক্তিরা হলেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ চেম্বারের সভাপতি এ কে আজাদ, নাসিব সভাপতি মির্জা নূরুল গণি শোভন, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান, এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি তপন চৌধুরী, নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েবের সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল, উইমেন চেম্বারের সভাপতি সঙ্গীতা আহমেদ, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ শামস-উজ-জোহা, এফআইসিসিআই প্রেসিডেন্ট রূপালী হক চৌধুরী, ঢাকা চেম্বারের তত্কালীন সভাপতি মোহাম্মদ শাহজাহান খান ও মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রোকিয়া আফজাল রহমান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top