সকল মেনু

জামানত হারালেন মেয়র পদের ৪২ জন

saki-mahi-rony20150429190901নিজস্ব প্রতিনিধি : সদ্য শেষ যাওয়া তিন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে ৪২ জন জামানত হারিয়েছেন। তিন সিটিতে ৪৮ জন প্রার্থীর মধ্যে আওয়ামী সমর্থিত তিনজন জয়ী হয়েছেন। আর বিএনপি সমর্থিত তিনজন নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন। এই ছয়জন ছাড়া সবাই জামানত হারিয়েছেন। নির্বাচনে প্রাপ্ত ভোট বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন বিধিমালা-২০১০ এর ৪৪ বিধির ৩ উপবিধি অনুযায়ী-ভোটগ্রহণ বা ভোট গণনা শেষ হওয়ার পর যদি দেখা যায় কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনে প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ ভোট পেতে ব্যর্থ হয়েছেন, তাহলে তার জামানতের টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে যাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে তারা হলেন ফজলে বারী মাসউদ, মাহী বি. চৌধুরী, জোনায়েদ আবদুর রহিম সাকি, বাকি ১১ জনের কেউই তিন হাজার ভোটও পাননি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৮ প্রার্থীর মধ্যে আবদুর রহমান, হাজি মো. সাইফুদ্দিন আহমেদ মিলন ও বাকি ১৬ জন জামানত হারিয়েছেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী ছিলেন ১২ জন। এদের মধ্যে এম এ মতিন, ওয়াজেদ হোসেন ভূঁইয়া, সোলায়মান আলম শেঠ, হোসাইন মো. মুজিবুল হক ছাড়াও আরও ছয়জন তিন হাজারের কম ভোট পান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top