সকল মেনু

দিনাজপুরে পানি দুষনের গুজবে আতংকিত

index দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ভুমিকম্পোকে কেন্দ্র করে পানি দুষনের গুজব ছড়িয়ে পড়ায় আতংকিত বিভিন্ন স্তরের মানুষ। তাই গভির রাতে খাবার পানি সংগ্রহের ধুম পড়েছে। সোমবার দিবাগত রাত ৩টায় জেলার বিভিন্ন স্থানে ওই গুজব ছড়িয়ে পড়লে এই আতঙ্কের সৃষ্টি হয়। আতংকিত ও প্রত্যক্ষ্যদর্শীরা জানান, রাত ৩টায় একে অপরকে খাবার পানি সংগ্রহের জন্য ডাকাডাকি করে। তারা জানান মঙ্গলবার সকালে গভীরকুপের পানি দুষিত হয়ে যাবে। খবরের সূত্র জানতে চাইলে বিভিন্ন আত্তিয় ও পাড়া প্রতিবেশীরা বলেছে বলে জানান। তবে পানি দুষনের ঘটনাটি কোন মিডিয়ায় প্রকাশিত হয়েছে কিনা তা জানতে চাইলে এ ব্যপারে কেউ কেন তথ্য দিতে পারেনি। জেলার বিরল উপজেলার বিজোড়া গ্রামের মোঃ রফিকুল ইসলাম জানান, আমি আমার নিকট আত্তিয় মারফতে পানি দুষনের বিষয়টি জানতে পারলে গ্রামের লোকদের পানি সংগ্রহের জন্য জানিয়েছি। তেঘরা থেকে মোঃ সুমন প্রতিবেদকে পানিদুষণের ব্যাপারটি জানিয়ে বলেন, রাতে লোকজনের কলোহে ঘুম ভেঙ্গে গেলে পানি দুষনের ব্যাপারটি জানতে পারি, এ গ্রামের প্রায় সকলেই পানি সংগ্রহ করেছে। মোছাঃ শহরা বেগম তার ভাইকে পানি দুষনের  বিষয়টি মোবাইল যোগে জানালে রবিপুর হতে তার ভাই জানান, আমি বিষয়টি শুনেছি, আমাদের এলাকাতেও মোটামোটি সবাই পানি সংগ্রহ করেছে।  এ ঘটনায় দিনাজপুরের বিভিন্ন স্তরের সাধারণ মানুষদের মাঝে আতংকিত অবস্থা বিরাজ করছে। উল্লেখ্য, রাত ১২ টায় ভুমিকম্পো হওয়ার কথাও অনেকে বলেছিলো বলে জানান আতঙ্কিতরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top