সকল মেনু

কোটচাঁদপুরে ভাইয়ের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু

 dead_dhaka_report_11211_58631এস,আই মল্লিক, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। নিহত আব্দুস সালাম (২৮) পৌর শহরের দুধসরা বেজপাড়ার মৃত ফৈজদ্দিনের পুত্র। পুলিশ ও এলাকাবাসী জানায়, বসতভিটার জমি-জমা নিয়ে দীর্ঘদিন যাবৎ ফৈজদ্দিনের মেজো পুত্র শামসুল ইসলামের (৪২) সাথে সালামের বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই গোলোযোগের সৃষ্টি হতো। ঘটনার দিন গত ২৫ এপ্রিল সন্ধ্যায় দু’ভাইয়ের মধ্যে আবারও বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে মেজো ভাই শামসুল লাঠি দিয়ে সালামের মাথায় আঘাত করলে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় শামসুলের স্ত্রী বিউটি (৩২) ও আরেক ভাই আলম (২৫)সহ তার স্ত্রী রুবিনা (২০) একত্রে মিলে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এরপর সালামকে গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী ও প্রতিবেশিরা তড়িঘড়ি কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতিতে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোরে রেফার্ড করেন। সালামের অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ এপ্রিল ভোরে সে মারা যায়। এ ব্যাপারে কোটচাঁদপুর থানা অফিসার ইনচার্জ আহম্মেদ কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আমরা এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। তবে মারা যাওয়ার বিষয়টি জানতে পেরে ঘাতককে গ্রেফতারের জন্য ইতি মধ্যেই পুলিশ অভিযান শুরু করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top