সকল মেনু

গাজীপুরে কারখানায় আগুন, দগ্ধ ৭ শ্রমিক

fire_50880ঢাকা: গাজীপুরের চন্দ্রা এলাকায় আগামী ওয়াশিং লিমিটেড নামে একটি কারখানায় গ্যাস লাইনে আগুন লেগে সাতজন শ্রমিক দগ্ধ হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন ফজলুর রহমান (২৩), আবুল হোসেন (৫০), দুলাল মিয়া (২৩), ইয়াসিন আহমেদ (৪০), জাহিদুল হক (৩০), মালেক (৩০) ও রেহানা (৩০)।
দগ্ধদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
আগামী ওয়াশিং লিমিটেডের অন্য শ্রমিক সাইফুল জানান, দগ্ধ শ্রমিকরা কারখানার একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। নতুন গ্যাস লাইনের আগুনে তারা দগ্ধ হন। তাদের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বয়লারের পাইপ লিক হয়ে গ্যাস নির্গত হওয়ার সময় চুলা ধরানোর কারণে আগুন ধরে যায় বলে তিনি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top