সকল মেনু

বেনাপোল সীমান্ত দিয়ে ২১ বাংলাদেশিকে ফেরত

indexযশোর প্রতিনিধি:  অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতে আটক ২১ বাংলাদেশি নারী-পুরুষ শিশুকে আজ শনিবার(২৫ এপ্রিল) রাতে বেনাপোল সংলগ্ন পুটখালী সীমান্ত বিজিবি ক্যাম্প দিয়ে বিজিবি’র কাছে ফেরত দিয়েছে বিএসএফ। এরা হলেন, আব্দুর রশিদ মল্লিকের ছেলে ইমানুল হক(২৭), হান্নান মল্লিকের ছেলে সমসের মল্লিক(২৬), সহদেব বাড়ইয়ের ছেলে প্রদিপ বাড়ই(১৯), শিশু সুকান্ত মন্ডল(১২), স্বপন কুমারের ছেলে সাধন কুমার ঘোষ(১৮), স্বপন কুমারের স্ত্রী অর্চনা ঘোষ (৪০), মান্দার খানের ছেলে জুয়েল খান(১৮), মহিতোষ কুমার ঘোষের ছেলে অন্তর কুমার ঘোষ(১৮), শক্তিপদ ঘোষের ছেলে সঞ্জিব ঘোষ(২৮), আব্দুর রহিমের ছেলে হোসাইন মিনা(২৬),  তকিবার শেখের ছেলে হাফিজুর শেখ (২৮), খোরদেল শেখের ছেলে নজরুল শেখ (৪৫), নজরুল শেখের স্ত্রী সায়েদা বেগম(৩০), শিশু সোরাইয়া খাতুন(০৫), অবিনাশ মন্ডলের ছেলে অরুপ মন্ডল(২৩), হজরত আলীর স্ত্রী রোকসনা বেগম(১৮), খোকনের স্ত্রী সাহিদা বেগম(৩০), মোসলেমের স্ত্রী রানী(৬০), মোসলেমের মেয়ে পায়েল(৩২), শিশু সুবর্ণ(১৩), প্রভাত মন্ডলের ছেলে পবিত্র মন্ডোল(১৮)। এদের বাড়ি যশোর, ফরিদপুর, নড়াইল, পিরোজপুর, ঢাকা ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে। ২৩ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল’র পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার সামসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এরা বিভিন্ন সময়ে সীমান্ত পথে অবৈধ ভাবে ভারতে যায়। পরবর্তীতে আবার দালাল মারফত ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে জেল হাজতে না পাঠিয়ে মানবিক কারনে বিজিবি সদস্যদের হাতে তুলে দেয়। তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই মতিউর রহমান বলেন,তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। রোববার সকালে এদেরকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top