সকল মেনু

তীব্র ভুমিকম্পে নেপালে নিহত শতাধিক,ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক

150425085116_nepal_earthquake_640x360_epaহটনিউজ২৪বিডি.কম: নেপালে এক শক্তিশালী ভুমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে। কমপক্ষে একশ লোক নিহত হয়েছেন, বহু ভবন ধ্বংস হয়েছে।

বহু লোক ভেঙে পড়া অসংখ্য ভবনের নিচে চাপা পড়ে আছেন। নেপাল ছাড়াও সমগ্র উত্তর ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও এই ভূকম্পন অনুভুত হয়।

নেপালের কাঠমান্ডু ও পোখারার মাঝখানের ছিল ভুমিকম্পটির উৎপত্তিস্থল, এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৯।

সামাজিক যোগাযোগের মাধ্যমে কাঠমান্ডুতে বিভিন্ন ভবন ধ্বসের ছবি দেখা গেছে।
আহতদের চিকিৎসা চলছে

নেপালের তথ্যমন্ত্রী বলেছেন, এই বিপর্যয়ের মোকাবিলায় নেপালের আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। রাজধানী কাঠমান্ডুর ধারাহারা টাওয়ার সহ বহু ভবন ধ্বংস হয়েছে।

ঢাকায় প্রথম দফায় ভূমিকম্পটি প্রায় দুই মিনিট স্থায়ী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে। শহরের বহুতল ভবনগুলো কয়েক মিনিট ধরে দুলতে থাকায় আতংক তৈরি হয়।

এসময় ভবনগুলো থেকে মানুষজন ছুটোছুটি করে নেমে রাস্তায় এসে অবস্থান নেয়।

এর চল্লিশ মিনিট পর দ্বিতীয় ও তৃতীয় দফা ভূমিকম্প আঘাত হানে।

বাংলাদেশে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ বা তার কিছু বেশী’, বলছিলেন মি. আলম।

মিরপুর এলাকার কয়েকজন গার্মেন্টস উদ্যোক্তা জানিয়েছেন ভূমিকম্প আঘাত হানার সাথে সাথে ওই এলাকার সব গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় জেলা বাগেরহাট থেকে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি পুকুরের পানিতে ঢেউ সৃষ্টি হতে দেখেছেন।

তিনি উল্লেখ করেন, ২০০৪ সালে ইন্দোনেশিয়ায় যে ভূমিকম্প হয়েছিল, তখন পুকুরে এমন ঢেউ উঠতে দেখেছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top