সকল মেনু

শনিবার সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ

jsd-logo20150423213740ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীদের হামলা ও গুলি এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
শনিবার দেশের সকল জেলা, মহানগর ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি পালন করবে ছাত্রদল।
বিবৃতিতে বলা হয়েছে, সরকার গণতান্ত্রিক রীতি-নীতিকে তোয়াক্কা না করে তারা দেশ ধ্বংসের খেলায় মেতে উঠেছে। দেশকে বিরোধী দলবিহীন করে ক্ষমতা চিরস্থায়ী করার লোভে তারা বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের চেয়ারপারসনকে হত্যার উদ্দেশ্য তার গাড়িতে হামলা ও গুলি বর্ষণ করেছে। অন্যদিকে তৃণমূল রাজনীতির জনপ্রিয় নেতা তারেক রহমানকে রাজনৈতিক মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করছে।
বিবৃতিতে জিয়া পরিবারের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র হলে এ দেশের জনগণ প্রতরোধ যুদ্ধ ঘোষণ করবে বলেও হুঁশিয়ার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top