সকল মেনু

শনিবার খুলবে রংপুর মেডিকেল কলেজ

index রংপুর ব্যুরো: দশদিন বন্ধ থাকার পর অবশেষে শনিবার রংপুর মেডিকেল কলেজ খুলে দেওয়া হচ্ছে। সেই সাথে আজ শুক্রবার শিক্ষার্থীদের তাদের নিজ নিজ হলে ওঠার নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার কলেজ একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রলীগের দুগ্র“পের সংঘর্ষের জের ধরে গত ১৫ এপ্রিল রংপুর মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছিল। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন জানান, কলেজের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কলেজ একাডেমিক কাউন্সিলের সভা আহবান করা হয়। সভায় কলেজ উপাধ্যক্ষ ডা. সৈয়দ আবু তালেবসহ সকল বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় সকলে একমত হন কলেজ ও হল খুলে দেওয়ার ব্যাপারে। এরপর সিদ্ধান্ত হয় আজ শুক্রবার কলেজের মুক্তা, পিন্নু, হেলিপ্যাড এবং একমাত্র মহিলা হোস্টেলে শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয় পত্র দেখিয়ে হলে প্রবেশের। এছাড়া আগামী শনিবার (২৫ এপ্রিল) থেকে পুরোদমে ক্লাস ও পরীক্ষা চলবে। সভায় বলা হয় কলেজে বিশৃংখলাকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের।  এছাড়া বহিরাগতরা যাতে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে আইন শৃংখলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। কলেজে শিক্ষার শান্তিপুর্ন পরিবেশ বজায় রাখার জন্য একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষার্থীসহ সকলের প্রতি আহবান জানানো হয়। গত ১৫ এপ্রিল কলেজ ছাত্রলীগের দুগ্র“পের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছিল। এনিয়ে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিলে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top