সকল মেনু

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কৃষি কর্মকর্তাদের কর্মশালা শুরু

 unnamedডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কুড়িগ্রামে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কৃষি বিভাগ ও হোয়্যার দ্যা রেইন ফলস প্রকল্প যৌথভাবে খামার বাড়ী মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে। বুধবার সকালে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম আজাদ, এ সময় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শওকত আলী সরকার, কৃষি বিভাগের জেলা প্রশিক্ষক বিধূ ভূষন রায়, কেয়ার বাংলাদেশ এর   প্রকল্প ম্যানেজার তৈয়ব আলী প্রামাণিক। এতে কুড়িগ্রাম সদর উপজেলার ২৬ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ কেয়ার বাংলাদেশ ও ইএসডিওর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top