সকল মেনু

রংপুরে আঞ্চলিক জ্ঞান সন্মেলন অনুষ্ঠিত

unnamed রংপুর ব্যুরো: দারিদ্র ও উন্নয়ন তৃণমূলের বাস্তবতা শীর্ষক আঞ্চলিক পর্যায়ে দ্বিতীয় জ্ঞান সম্মেলন রংপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে শিশু বিয়ে বন্ধে আইনি সীমাবদ্ধতা, জীবিকা, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, চরাঞ্চলের শিশুদের শিক্ষা  বিষয়ক  গবেষণাপত্র এবং উন্নয়ন মডেল উপস্থাপন করা হয়। বুধবার নগরীর আর ডি আর এস মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, অ্যাকশন এইড, প্রাকটিক্যাল অ্যাকশান, অক্সফাম, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড,  ভি এস ও বাংলাদেশ  যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। তৃণমূল পর্যায়ে অর্জিত গবেষণা লব্ধ জ্ঞান ও পারস্পারিক শিখন সবার সাথে শেয়ার করার লক্ষ্যে এ সন্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন  বেগম রোকেয়া বিশ¡বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ কে এম নূর-উন-নবী । অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত বিভাগীয়  কমিশনার কাজী হাসান আহমেদ, স্বাগত বক্তব্য  রাখেন অ্যাকশন এইড বাংলাদেশের ডা. তারিকুল ইসলাম। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বক্তব্য দেন প্রাকটিক্যাল অ্যাকশান বাংলাদেশের ডা. ফারুকুল ইসলাম ,মাই ইনস্যুরেন্স সেন্টারের ক্লিমেন্স তাটিন জালেরান, অক্সফামের শাহ মুস্তামিন মুজতবা, অ্যাকশন এইডের মোঃ আব্দুল কাইয়ুম ও ভিএসও বাংলাদেশের  সারাহ মারেন্ডি ।প্যানেল আলোচক হিসেবে অংশ নেন ইউ এন ডি পি’র খুরশিদ আলম, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ফারুক আহমেদ । বিকেলে সম্মেলনে সমাপনী  অধিবেশনে প্রধান অতিথি ছিলেন রংপুর  বিভাগীয়  কমিশনার মোঃ দিলোয়ার বখত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top