সকল মেনু

সৈয়দপুরে এনজিও এমএসএসের উদ্যোগে দিনব্যাপী গাইনী ক্যাম্প

 unnamed মো. আমিরুজ্জামান, নীলফামারী  ২২ এপ্রিল: নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দিনব্যাপী এক গাইনী ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহায়তায় ওই গাইনী ক্যাম্পের আয়োজন করে। সোমবার (২০ এপ্রিল) সকালে ফিতা কেটে ওই গাইনী  ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ক্যাম্পের শুভ উদ্বোধন করেন  সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাওয়াদুল হক সরকার । উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি উন্নয়ন সংগঠন (এনজিও) মানবিক সাহায্য সংস্থার (এমএসএস) সৈয়দপুর এরিয়া ব্যবস্থাপক মো. খাদেমুল ইসলাম শাহ্ । এতে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো. সাইদুল হক বাবলু, মো. লুৎফর রহমান খান, ওবায়দুল হক ওরফে বাচ্চুু, অজিত চন্দ্র রায়, স্বপন চন্দ্র, সংরতি মহিলা সদস্যা মোছা. নাজমা বেগম, বেসরকারি উন্নয়ন সংগঠন (এনজিও) মানবিক সাহায্য সংস্থার (এমএসএস) সমৃদ্ধি কর্মসূচির ৯ নম্বর শাখা ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম, তথ্য ব্যবস্থাপনা সহকারী মো. শফিকুল ইসলাম,সোস্যাল ডেভেলপমেন্ট সহকারি মো. আব্দুল হামিদ, পারিবারিক উদ্যোগে উন্নয়ন সহকারি মোর্শেদুল হক ও  সংস্থার সমৃদ্ধি কর্মসূচি’র স্বাস্থ্য সহকারি বিলকিছ আকতারসহ স্বাস্থ্য সেবিকারা উপস্থিত ছিলেন।দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনী এন্ড অব্স বিভাগের আইএমও ডা. সীমা বসাকের নেতৃত্বে তিনজন গাইনী চিকিৎসক ক্যাম্পে আগত রোগীদের প্রাথমিক চিকিৎসাসেবা  দেন। দিনব্যাপী ওই গাইনী ক্যাম্পে সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তিন শ’ রোগীকে পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র এবং ওষুধপত্র প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top