সকল মেনু

সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসির

Election_Comission20150421163257আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী।
মঙ্গলবার ইসি কার্যালয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, এই সেনাবাহিনী রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে। তবে অন্যান্যবারের মতো এবারও সেনাবাহিনী ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইসি এ উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল তিন কর্পোরেশন সিটি নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top