সকল মেনু

পার্বতীপুর-ঠাকুরগাঁও রেল পথে ডেমু বন্ধ থাকায় ভোগান্তি বাড়ছে শিক্ষার্থীসহ রোগীদের

unnamed বেলাল উদ্দিন, দিনাজপুর প্রতিনিধিঃ পার্বতীপুর-ঠাকুরগাঁও রেল পথে দীর্ঘদিন যাবৎ ডেমু রেলটি চলাচল বন্ধ থাকায় এই পথে যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। এই রেল পথে দিনাজপুর ছাড়াও রয়েছে ১৪টি রেল স্টেশন। এই ১৪টি রেল স্টেশন থেকে প্রতিদিন শত শত শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের জন্য দিনাজপুরের বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজে আসে। কিন্তু ডেমু চলাচল বন্ধ থাকায় তারা দিনাজপুরে আসা-যাওয়া করতে পারছে না। ফলে তাদের লেখা-পড়ায় ভোগান্তির মাত্রা চরমে। সকল শিক্ষার্থীদের দিনাজপুরে থাকার মত আর্থিক সামর্থ্য নেই। অন্যদিকে এসব এলাকা থেকে প্রতিদিন গুরুত্বপূর্ণ রোগীরা চিকিৎসা নিতে চিকিৎসা শহর বলে খ্যাত দিনাজপুর মেডিকেল কলেজ ও অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানে নিয়মিত আসা-যাওয়া করে। ডেমু বন্ধ থাকায় এসব রোগীরাও পড়েছে দূর্ভোগে। সারাদিনে ১টি রেল এই পথে চলাচল করে। আর ১টি রাত্রে যায় যার কোন নির্দিষ্ট সময়-সীমা নেই। এই রেল সাধারনত যাত্রী শূণ্য থাকে। তাই সকালের রেলটির উপর সবাই নির্ভর করে। ঠাকুরগাঁও রেল স্টেশন দিনাজপুর আসতে রেল পথে ভাড়া লাগে মাত্র ৩০ টাকা, যেখানে বাস ভাড়া লাগে ৮০ টাকারও বেশি। ডেমু রেলটি চালু থাকলে সকালে এসে দিনাজপুরের কাজ সেরে বিকালেই অনায়াসে চলে যেতে পারে যাত্রী-সাধারণসহ শিক্ষার্থীরা। কিন্তু এখন তা পারে না। সুতরাং ডেমু রেল বন্ধ থাকায় প্রভাব পড়েছে শিক্ষার্থীসহ রোগীদের। হরতাল অথবা অবরোধ থাকলে ডেমু রেল এ পথে চলত না। কিন্তু এখন দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলেও ডেমু রেল চলাচলে স্বাভাবিক অবস্থা ফিরে আসে নি। রেল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব না দিয়ে ডেমু চলাচল সংকুচিত করায় রেল সেবা থেকে বঞ্চিত হচ্ছে এপথের শত শত যাত্রী। সুতরাং রেল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে পুনরায় ডেমু রেলটি চলাচলে ব্যবস্থা গ্রহণ করবেন এই প্রত্যাশা ১৪টি রেল স্টেশনের ভূক্তভোগী যাত্রীদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top