সকল মেনু

সীমান্ত পেরিয়ে আসা ১টি চিতাবাঘ ধরেছে কৃষক হাশেম

unnamed  যশোর প্রতিনিধি: স্থল বন্দর বেনাপোল সংলগ্ন ধান্যখোলা সীমান্তের মেদের মাঠ এলাকায় ভারত থেকে আসা একটি চিতাবাঘ খাচা বন্দি করেছে হাশেম কামার নামে এক কৃষক। বাঘটি দেখতে হাজারও নারী পুরুষ ভীড় করছে। হাশেম আলী জানায় ভারত থেকে বাঘটি প্রায় সীমান্ত পেরিয়ে ধান্যখোলায় এসে ছাগল ও হাসমুরগি ধরে নিয়ে যেত। এক পর্যায়ে শনিবার ভোর রাতে ৩টি বড় আকারের খাচা পাতা হয় সীমান্তের বনে ঘেরা মেদের মাঠ এলাকায়। খাচার মধ্যে দেওয়া হয় ৪টি হাস। বাঘটি হাসকে ধরতে যেয়েই খাচা বন্দি হয়। পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক হাবিবুর রহমান হাবিব বাঘটিকে উদ্ধার করে থানায় এনেছেন বলে জানান তিনি। এদিকে বাঘটি আটকের খবরে এক নজর দেখার জন্য ধান্যখোলা উত্তর পড়ায় হাজারও নারী পুরুষ-শিশুসহ উৎসুক জনতা ভীড় করছে।  স্থানীয় চেয়ারম্যান মিজানুর রহমান জানান কৌশলে একটি চিতাবাঘ ধরেছে কৃষক হাশেম আলী। জানতে পেয়ে বিষয়টি থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ বাঘটি উদ্ধার করেছে।  পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান-চিতাবাঘটি বনবিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হতে পারে ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top