সকল মেনু

অমার্জনীয় পুলিশের ভূমিকা : সুরঞ্জিত সেনগুপ্ত

SenGupta1429260542  নিজস্ব প্রতিবেদক : নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে প্রকাশ্যে নারীর শ্লীলতাহানির ঘটনায় পুলিশের ভূমিকা অমার্জনীয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আসামি ধরে হাতে ধরিয়ে দিল আর আপনারা তাদের ছেড়ে দিলেন। পুলিশ মিডিয়াতে বললেন নির্দেশনা নাই। এই অজুহাত সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও ভিত্তিহীন। এ ঘটনা যারা ঘটিয়েছে সে যে-ই হোক, যারাই হোক, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’

তিনি আরো বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে শুধু বক্তব্য, বিবৃতি দিয়ে বসে থাকলে চলবে না। মন্ত্রণালয়কে দায়িত্ব নিতে হবে। ব্যবস্থার বিষয়ে স্পষ্ট বক্তব্য দিতে হবে।’

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ভোটের নীরব বিপ্লব ঘটবে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, ‘ভোট তো হয় প্রকাশ্যে ও উৎসবের মাধ্যমে। এটি নীরব হবে কেন? ভোট সব সময় সরবে ও প্রকাশ্যে হয়। তার মানে খালেদা জিয়ার এখানেও কোনো মতলব রয়েছে। এতে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে।  আবার কি কোনো ষড়যন্ত্র আছে? এই নীরব বিপ্লবের আহ্বানে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে।’

বিএনপির চেয়ারপারসন খালেদাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তিন-চার মাস পরে আবার নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে এসেছেন। এজন্য ধন্যবাদ। তবে ১৫৩ জন সাধারণ মানুষ পুড়িয়ে মেরেছেন। এর বিচার হবে। বিচারের মুখোমুখি হতে হবে।’

নৌকা সমর্থকগোষ্ঠীর সভাপতি ডা. এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top