সকল মেনু

দুর্গাপুরে ঋষি সম্প্রদায়ের চড়ক পূঁজা অনুষ্ঠিত

unnamed বিজন কৃষ্ণ রায়,দুর্গাপুর (নেত্রকোনা): নেএকোনা জেলার দুর্গাপুর উপজেলার পৌর শহরে সনাতন ধর্মালম্বীদের একটি অংশ ঋষি সম্প্রদায়ের চৈত্র সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরেও চড়ক পূঁজা অনুষ্ঠিত হয় মঙ্গলবার স্থানীয় দশভুজা বাড়ি মন্দির প্রাঙ্গনে। চড়ক পূঁজা উপলক্ষে ঋষি সম্প্রদায়ের লোকজন হর পার্বতী সহ বিভিন্ন দেবতার সাজে সেজে প্রায় ১৫ দিন আগ থেকে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে গিয়ে বাদ্য বাজিয়ে ধর্মীয় নৃত্য ও গান পরিবেশন করে চড়ক পূঁজার প্রচার কর্।ে ঋষি সম্প্রদায়ের নেতা শচীন্দ্র ঋষি ও সঞ্জয় ঋষি জানান, এই চড়ক পূঁজার মাধ্যমে দেশ ও জাতির কল্যান কামনা করা হয়। চড়ক পূঁজা দেখতে নেএকোনা জেলা শহর সহ বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার দর্শনার্থীরা ভিড় জমায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top