সকল মেনু

একই গ্রুপে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

ssp_62106বিশ্বকাপে খেলা তো পরের কথা। বিশ্বকাপের বাছাই পর্বে খেলার জন্যই অনেক কাঠখড় পোড়াতে হতো বাংলাদেশকে। তবে এবার দৃশ্যপটে খানিকটা পরিবর্তন এসেছে। বাংলাদেশ খেলার সুযোগ পাচ্ছে ২০১৮ বিশ্বকাপের এশিয়া মহাদেশীয় বাছাই পর্বে খেলার। আজ অনুষ্ঠিত হয়ে গেল ফুটবল বিশ্বকাপের মহাদেশীয় বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ড্র। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এই ড্র অনুষ্ঠিত হয়। এই ড্রয়ে বাংলাদেশের স্থান হয়েছে ‘বি’ গ্রুপে। অস্ট্রেলিয়া ছাড়াও এই গ্রুপে আছে জর্ডান, তাজিকিস্তান এবং কিরগিজস্তান।

ফিফা বিশ্বকাপে বাছাইপর্বে ৮টি গ্রুপে ৪০ টি দল অংশ নিচ্ছে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে রাউন্ড রবিন পদ্ধতিতে হবে গ্রুপ পর্বের খেলা। বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ১১ জুন ২০১৫ থেকে ২৯ মার্চ ২০১৬ পর্যন্ত । এই পর্বের বাধা পেরোতে পারলেই বাংলাদেশ চলে যাবে বিশ্বকাপে খেলার স্বপ্নপূরণের আরও একটু কাছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top