সকল মেনু

ভোলায় নববর্ষে পান্তা ইলিশের পরিবর্তে রুই পান্তা উৎসব

20370bnp এম. শরীফ হোসাইন, ভোলা: বাংলা নববর্ষের প্রধান আকর্ষণ পান্তা ইলিশের পরিবর্তে এবার ভোলায় রুই পান্তা উৎসব হচ্ছে। নদীতে মাছ ধরায় ২ মাসের সরকারী নিষেধাজ্ঞা থাকার কারণে এবার স্থানীয় প্রশাসন পহেলা বৈশাখের প্রথম প্রহওে পান্তা ইলিশ উৎসবে ইলিশ খাওয়াচ্ছে না। জোলা প্রশাসন সূতে জানা গেছে, ইলিশের পরিবর্তে রুই এবং শুটকিসহ বিভিন্ন ভর্তা আর ডালের বড়া দিয়ে বৈশাখ তথা নববর্ষ পালিত হবে। ইলিশ দিয়ে পান্তা উৎসব পালনের রেওয়াজ ভেঙ্গে পড়ায় দুঃখ প্রকাশ করেছেন ভোলার জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা। তবে নববর্ষ উদযাপন এবং ইলিশ রক্ষা দু’টোই বাঙ্গালির কাছে অধিক গুরুত্বপূর্ণ বিষয় বলে তিনি উল্লেখ করেন। নববর্ষ পালন করতে গিয়ে দেশবাসী যেন কোন ভাবেই জাতীয় মাছ ইলিশের ক্ষতি না করেন সে বিষয়েও নজর রাখার দাবী জানান তিনি। তবে কাউকে ইলিশ খেতে বাঁধা দেয়া সঠিক নয় বলেও মনে করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top