সকল মেনু

গোপালগঞ্জে গ্রাম পুলিশের অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন

unnamed গৌরাঙ্গ লাল দাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক গ্রাম পুলিশের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী মানববন্ধন করেছে। অত্যাচারী ঐ গ্রাম পুলিশের নির্যাতন থেকে রেহাই ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবীতে গ্রামবাসী এই  মানববন্ধনের  আয়োজন করে। আজ সোমবার সকাল ১০ টায় গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী হাতে হাত ধরে জেলার কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের নির্যাতিত শতাধিক নারী-পুরুষ এ মানব বন্ধনে অংশ নেয়। ঐ গ্রামের মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, গৃহবধু শাকেলা বেগম, শাহাদৎ মৃধাসহ আরোবেশ কয়েকজন গ্রামবাসী জানান, কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের গ্রাম পুলিশ আবুল কালাম মৃধার অত্যাচারে ও নির্যাতনে এলাকার সাধারন মানুষ বসবাস করতে পারছেনা। তার অত্যাচারের কেউ প্রতিবাদ জানালে তাকে পুলিশ দিয়ে হয়রানী ও মিথ্যা মামলা দিয়ে জেলে দেয়ার ভয়ভীতি দেখিয়ে  এলাকাবাসীকে জিম্মী করে রেখেছে। পুলিশের কাছে অভিযোগ করে ও তারা কোন প্রতিকার পায়নি বলে জানান। মানববন্ধন শেষে গ্রামবাসীদের পক্ষে জেলা  প্রশাসকের কাছে একটি অভিযোগ পত্র দাখিল করা হয়। জেলা প্রশাসক বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে গ্রামবাসীদেরকে আশ্বস্থ করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top