সকল মেনু

লুটপাটের খবরে মিলিশিয়াদের সরানো হচ্ছে

militia_131337ডেস্ক রিপোর্ট : ইসলামিক স্টেটের দখল মুক্ত হবার পর ইরাকের তিকরিত শহরে ব্যাপক লুটপাটের খবর পাওয়া যাওয়ার পর শিয়া মিলিশিয়াদের শহরের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।
শহরের লোকরা অভিযোগ করছে, শিয়া মিলিশিয়ারা তিকরিতে সহিংসতা ও লুটপাট চালাচ্ছে।
কিন্তু সরকার লুটপাটের জন্য স্থানীয় সুন্নি গোষ্ঠীগুলোর যোদ্ধাদের দোষ দিচ্ছে।
গত সপ্তাহে ইরাকের যে সরকারি বাহিনী এই শহর পুর্নদখল করে তাদের একটা গরিষ্ঠ সংখ্যক ছিল এই মিলিশিয়ারা।
গতবছর জুন মাসে ইসলামিক স্টেট কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি দখল করে নেয়।
লড়াইয়ের ফলে শহরটি বিধ্বস্ত এবং এখন প্রায় জনশূণ্য।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি লুটপাটে অংশ নেয়া কাউকে দেখামাত্র গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
কিন্তু যেসব খবর পাওয়া যাচ্ছে তাতে বলা হচ্ছে সরকারসমর্থক মিলিশিয়াদের কার্যকলাপ এখন চুরিকে ছাড়িয়ে গেছে।
রয়র্টাসের এক সংবাদদাতা বলেছেন তিনি মিলিশিয়াদের দলবদ্ধভাবে আইএসের এক যোদ্ধাকে ঘিরে ধরে তাকে ছুরি মেরে খুন করতে দেখেছেন।
সালাউদ্দিন প্রদেশের একজন কর্মকর্তা জানিয়েছেন মানুষজন শতশত বাড়িঘর পুড়িয়ে দিয়েছে।
কিন্তু সরকারি কর্মকর্তারা বলছেন এসব মানুষের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই এবং সহিংসতা ও লুটপাটের জন্য স্থানীয় সুন্নি গোষ্ঠীর যোদ্ধারা দায়ী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top