সকল মেনু

বিরলের ফরক্কাবাদ এনআই স্কুল এন্ড কলেজে আনন্দ র‌্যালী

unnamed দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফরক্কাবাদ এন.আই. স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ক্ষেত্রে একের পর এক অবদান রেখে চলায় প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ, অভিভাক, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছে। সম্প্রতি ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৫ এ প্রতিষ্ঠান ক্যাটাগরীতে ষ্টলে ১ম স্থান, বিতর্ক প্রতিযোগিতায় ১ম স্থান, শ্রেষ্ঠ বক্তা, সেরা প্রেজেন্টেশন নির্মাতা প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করায় এবং সৃজনশীল মেধা অন্বেশনে বাংলাদেশ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠাটির ৩ জন শিক্ষার্থী সেরা মেধাবী নির্বাচিত হওয়ায় এই আনন্দ মিছিল শুধু প্রতিষ্ঠান চত্ত্বরে নয়, পুরো ফরক্কাবাদ এলাকার মানুষকে আনন্দের খোড়াগ যুগিয়েছে। আনন্দ মিছিলে অংশ নেয়া গর্বিত শিক্ষার্থীদের অভিভাবকরা আবেগাপ্লুত কন্ঠে সন্তানদের ভবিষ্যৎ জীবন আরো উজ্জ্বল এবং অর্জিত স্বীকৃতির ধারাবাহিকতা ধরে রাখতে সকলের দোয়া ও আশির্বাদ কামনা করেছেন। বুধবার দুপুরে কলেজ চত্ত্বর হতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়ে ফরক্কাবাদ বাজারসহ আশপাশের এলাকাগুলো প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সভাপতি এ্যাড. লায়লা আরজুমান্দ বানু, অধ্যক্ষ/প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, বৃহত্তর বিজোড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সালাহ উদ্দীন, অভিভাবক সদস্য আবু সাঈদ, সুকুমার চন্দ্র রায়, একরামুল্লাহ, মাহমুদল হাসানসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ। উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে, ১০ম শ্রেণীর ছাত্রী খাদিজাতুল কুবরা। এছাড়া তাঁর সাথে দলে অংশগ্রহণ করেছিল একই শ্রেণীর শেরাজাম মুনিরা ও হাসিবা সুলতানা রুমি। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রধান অতিথি জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ২দিন ব্যাপী বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠান ক্যাটাগরীতে ষ্টলে ১ম স্থান, বিতর্ক প্রতিযোগিতায় ১ম স্থান, শ্রেষ্ঠ বক্তা, সেরা প্রেজেন্টেশন নির্মাতা প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করায় কলেজটিকে পুরষ্কৃত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top