সকল মেনু

দিনাজপুর বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ৯০ হাজার

 dinajpur-300x179রংপুর ব্যুরো: আগামী ১ এপ্রিল থেকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা গ্রহণের জন্য দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এইচএসসি পরীক্ষায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার অংশ নেবে ৯০ হাজার ৩৮১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৪৭ হাজার ৩৯৯ জন ছাত্র ও ৪২ হাজার ৯৮২ জন ছাত্রী। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান জানান, রংপুর বিভাগের ৮ জেলার ৫৮৭টি কলেজের পরীক্ষার্থীরা ১৮২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ১৯ হাজার ৫২২ জনের মধ্যে ১২ হাজার ৮৮ জন ছাত্র ও ৭ হাজার ৪৩৪ জন ছাত্রী। মানবিক বিভাগে ৫৫ হাজার ৪৩৩ জনের মধ্যে ২৪ হাজার ৪০৪ জন ছাত্র ও ৩১ হাজার ২৯ জন ছাত্রী। ব্যবসায় শিক্ষায় বিভাগে ১৫ হাজার ৪২৬ জনের মধ্যে ১০ হাজার ৯০৭ জন ছাত্র ও ৪ হাজার ৫১৯ জন ছাত্রী। ৯০ হাজার ৩৮১ জনের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৬৯ হাজার ৮৩৬ জন, অনিয়মিত পরীক্ষার্থী ১৯ হাজার ৯১২ জন, জিপিএ উন্নয়ন ৫১৭ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ১১৬ জন। রংপুর জেলায় ৩২টি কেন্দ্রে ১১২টি কলেজের ১৭ হাজার ৩৪৮ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে বিজ্ঞানে ৪ হাজার ৬৮৩ জন। মানবিকে ৯ হাজার ৭০৮ ও ব্যবসায় শিক্ষায় ২ হাজার ৯৫৭ জন। গাইবান্ধায় ২৯টি কেন্দ্রের ৭৮টি কলেজের ১১ হাজার ৩০৫ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ২ হাজার ২জন, মানবিকে ৭ হাজার ৪৮১ জন ও ব্যবসায় শিক্ষায় ১ হাজার ৮২২ জন। নীলফামারীর ২১টি কেন্দ্রে ৭৪টি কলেজের ১০ হাজার ৩৮০ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ২ হাজার ১২০ জন, মানবিকে ৬ হাজার ৭০৬ জন ও ব্যবসায় শিক্ষায় ১ হাজার ৫৫৪ জন। কুড়িগ্রাম জেলার ২১টি কেন্দ্রে ৭২টি কলেজের ১০ হাজার ৭৭১ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ১ হাজার ৮৫৪ জন, মানবিকে ৬ হাজার ৯৮৬ জন ও ব্যবসায় শিক্ষায় ১ হাজার ৯৩১ জন। লালমনিরহাট জেলায় ১০টি কেন্দ্রে ৪৯টি কলেজের ৬ হাজার ৬০১ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ৯৭৯ জন, মানবিকে ৪ হাজার ৬০৪ জন ও ব্যবসায় শিক্ষায় ১ হাজার ১৮ জন। দিনাজপুর জেলার ৩৯টি পরীক্ষা কেন্দ্রে ১২০টি কলেজের ১৭ হাজার ৬৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ৪ হাজার ৪৬১ জন, মানবিকে ১০ হাজার ৩৮ জন ও ব্যবসায় শিক্ষায় ৩ হাজার ১৫৬ জন। ঠাকুরগাঁও জেলায় ১৮ কেন্দ্রে ৫১টি কলেজের ৯ হাজার ৫০৮ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ২ হাজার ২১৮ জন, মানবিকে ৫ হাজার ৪১৫ জন ও ব্যবসায় শিক্ষায় ১ হাজার ৮৭৫ জন। পঞ্চগড় জেলায় ১২টি কেন্দ্রে ৩১টি কলেজের ৬ হাজার ৮১৩ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ১ হাজার ২০৭ জন, মানবিকে ৪ হাজার ৪৯৫ জন এবং ব্যবসায় শিক্ষায় ১ হাজার ১১১ জন। পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান আরো জানান, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য বোর্ডের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top