সকল মেনু

দিনাজপুরে আদিবাসীদের মানববন্ধন

unnamed স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার রনগাঁও গ্রামের আদিবাসী দিনমজুর গুপেন সরেন এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আজ সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কমূসূচি পালন করেছে আদিবাসী ছাত্র পরিষদ দিনাজপুর জেলা শাখা।মানবন্ধন সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে আদিবাসীরা নির্যাতন, ভূমি থেকে উচ্ছেদ, ঘড়বাড়ি ভাংচুর, হামলা ও হত্যার ঘটনার শিকার হচ্ছে। কিন্তু কোনো ঘটনার সুষ্ঠু বিচার আদিবাসীরা পাাচ্ছে না। তেমনি গত ২৫ মার্চ ২০১৫ বীরগঞ্জের আদিবাসী দিনমজুর গুপেন সরেন এর হত্যার ঘটনা ঘটে।  হত্যাকান্ডটি কোন বিছিন্ন ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তাকে শ্বাসরোধ করে হত্যাকরে কৌশলে সিলিংএর সাথে ঝুলিয়ে রাখা হয়। যাতে এই হত্যাকান্ডটি অন্যখাতে প্রবাহিত হয়।বক্তারা আরো বলেন, গুপেন সরেন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত সহ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। বক্তারা বলেন, অর্থের বিনিময়ে ময়নাতদন্ত রিপোর্ট পক্ষপাতিত্ব হতে পারে। তারা দাবি করেন ময়নাতদন্ত রিপোর্ট যেন নির্ভূল হয়। সেইসাথে বীরগঞ্জে মানববন্ধন করতে পুলিশ প্রশাসনের অনুমতি না দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বক্তারা । বক্তারা আশংকা প্রকাশ করে বলেন, মানববন্ধনের অনুমতি না দেয়ায় অনুমান করা যাচ্ছে যে প্রশাসন ঘটনাকে ধামাচাপা দিতে ইতোমধ্যে হত্যাকারীদের সাথে হাত মিলিয়েছে।মানববন্ধন সমাবেশে বক্তারা বীরগঞ্জের গুপেন সরেন হত্যা, রাজশাহীর তানোরের আট বছরের শিশু ধর্ষণ সহ সারাদেশে ঘটে যাওয়া আদিবাসীদের উপর সকল নির্যাতন, ভূমি থেকে উচ্ছেদ, ঘড়বাড়ি ভাংচুর, হামলা ও হত্যার ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও বিচারেরও দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন বিভূতিভূষণ মাহাতু, মইন উদ্দিন চিস্তি, নরেশ হেমরম, উত্তম মাহাতু ও রুবেল টুডুসহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন সোহেল মিতর মুরমু। উল্লেখ্য, গত ২৫ মার্চ ২০১৫ বুধবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে আদিবাসী দিনমজুর গুপেন সরেনের (৩৫) ঝুলন্ত লাশ বীরগঞ্জের বলাকা মোড়ের এম এস হক ট্রেডার্স  নামে একটি বীজ উৎপাদনকারী কৃষি খামার থেকে উদ্ধার করেছে পুলিশ। অনুমান করা যায় যে, তাকে বেলা ৪টার দিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার পরে তার লাশ সিলিং এর সাথে ঝুলিয়ে রাখা হয়।মানববন্ধন সমাবেশে আদিবাসীদের দাবি সমূহের মধ্যে রয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট সুষ্ঠু হতে হবে, ঘটনার সুষ্ঠু তদন্ত সহ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার করতে হবে, হত্যার শিকার গুপেন সরেনের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সারাদেশে ঘটে যাওয়া আদিবাসীদের উপর সকল নির্যাতন, ভূমি থেকে উচ্ছেদ, ঘড়বাড়ি ভাংচুর, হামলা ও  হত্যার ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও বিচার করতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top