সকল মেনু

৫৮ জন ঢাকায় মেয়র পদে মনোনয়নপত্র নিলেন

dcc-election   মেহেদি হাসান,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র, কাউন্সিলর সংরক্ষিত আসনের প্রায় দুই হাজার সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ৫৮ জন। মনোনয়নপত্র জমা দেয়ার সময় একদিন বাকি থাকলেও দুই রিটার্নিং অফিসে জমা পড়েছে মাত্র সাত মেয়র প্রার্থীর মনোনয়নপত্র। এর মধ্যে ঢাকা দক্ষিণে চারজন ও উত্তর সিটিতে তিনজন। দক্ষিণ সিটি রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, শনিবার পর্যন্ত সম্ভাব্য মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩০ জন। এর মধ্যে চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কাউন্সিলর প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন এক হাজার ১২৮ জন। এর মধ্যে ৭৭ জন জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র বিতরণ হয়েছে ২০৮টি। এর মধ্যে জমা পড়েছে ১৩ জনের।

এদিকে উত্তর সিটি রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, সম্ভাব্য মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৮ জন। আর জমা দিয়েছেন তিনজন। সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮২৩ জন। এর মধ্যে মনোনয়ন দাখিল করেছেন ৭৪ জন প্রার্থী। সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন ১৬১ জন, এর মধ্যে মনোনয়ন দাখিল করেছেন সাতজন।

দুই সিটি নির্বাচনে মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা আসনে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করেছেন দুই হাজার ৩৭৮ জন। এর মধ্যে জমা পড়েছে ১৭৮টি মনোনয়নপত্র।

ঢাকা উত্তর সিটি করপোরশেন মেয়র পদে মনোনয়ন নিলেন যারা ২৮ জন। তারা হলেন, আওয়ামী লীগ সমর্থিত এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুব ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ আল কাফি, জাতীয় পার্টির বাহাউদ্দিন আহমেদ বাবুল, গণসংহতি আন্দোলনের প্রধান সম্বনয়কারী জুনায়েদ সাকি, বিকল্প ধারা বাংলাদেশের মাহী বি চৌধুরী, ববি হাজ্জাজ, সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, বিএনপির বহিষ্কৃত নেতা চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী, মো. আবু তাহের, ফকির শেখ মুসলেউদ্দীন আহমেদ, শেখ শহীদুজ্জামান, আওয়ামী লীগ নেতা এখলাস উদ্দিন মোল্লা, নাঈম হাসান, তাইফুল সিরাজ, বিএনএফ’র মো. আতিকুর রহমান নাজিম, হেলেনা জাহাঙ্গীর, এ ওয়াই এম কামরুল ইসলাম, কাজী মো. শহীদুল্লাহ, জাতীয় স্বাধীনতা পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, সামছুল আলম চৌধুরী, মো. আনিসুজ্জামান খোকন, মো. জামান ভূঁইয়া, জাসদ নেতা অভিনেতা নাদের চৌধুরী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সৈয়দ মোহাম্মদ ফজলে বারি মাসুদ ও মাহবুবুর রহমান।

দক্ষিণে মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ৩০ জন। তারা হলেন- আওয়ামী লীগ সমর্থিত সাঈদ খোকন, স্বতন্ত্র সাংসদ হাজী সেলিম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি নেতা আব্দুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, কারাবন্দি বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু, বিএনপিপন্থি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান মো. সেলিম ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি, জাতীয় পার্টির হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ, জাসদ নেতা মো. শহিদুল ইসলাম, কাজী আবুল বাশার, আবু নাসের মোহাম্মদ মাসুদ হোসাইন, বাবুল সর্দার চাখারী, অ্যাডভোকেট মো. আইয়ুব হোসেন, মো. বাহরানে সুলতান বাহার, আবদুল খালেক, দিলীপ ভদ্র, শাহ আলম, শাহীন খান, মো. সফিউল্লাহ চৌধুরী, খালেকুজ্জামান, মো. রিয়াজউদ্দীন, আখতারুজ্জান ওরফে আয়াতুল্লাহ খান, ইসলামী আন্দোলনের মো. আব্দুর রহমান, রেজাউল করিম চৌধুরী, জাহিদুর রহমান, মশিউর রহমান, এএসএম আকরাম।

মেয়র পদে মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীরা হলেন- দক্ষিণে আখতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ খান, খালেকুজ্জামান, আবু নাসের মোহাম্মদ মাসুদ হোসাইন, জাহিদুর রহমান। উত্তরে চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী, সামছুল আলম চৌধুরী, আব্দুল্লাহ আল কাফি।

দক্ষিণ সিটির রিটার্নিং অফিসার মিহির সরওয়ার বলেন, ‘সিটি নির্বাচন একটি নির্দলীয় নির্বাচন। এ নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা হবে। আমরা চাই নির্বাচন নিরপেক্ষ হোক। নির্বাচনী আইন ও বিধি অনুসারে আমরা নির্বাচন পরিচালনা করবো। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইন ও বিধি অনুসারে ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৭৮ জনকে কারণ দর্শানের নোটিশ দেয়া হয়েছে। এর মধ্যে প্রায় সবাই নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষমা চেয়ে গেছেন।’ আগামীকাল রোববার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়। এর মধ্যে সবাই যাতে সুষ্ঠুভাবে মনোনয়নপত্র জমা দিতে পারেন সেজন্যে প্রার্থীদের প্রতি আহ্বান জানান মিহির সরওয়ার।

ঘোষিত তফসিল অনুসারে, ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচন আগামী ২৮ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ ও ২ এপ্রিল। প্রত্যাহারের শেষ সময় ৯ এপ্রিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top