সকল মেনু

বিএসএফ ৪ ডিবি পুলিশকে ফেরত দিয়েছে

----------------------00-e1414469940185 জেলা প্রতিনিধি, হটনিউজ২৪বিডি.কম, ব্রাহ্মণবাড়িয়া: কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) চার সদস্যকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার রাত সাড়ে ১২টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১৫৮ ব্যাটালিয়নের কমাডেন্ট শ্রী রাগবিশ সিং বাংলাদেশের ১২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মো. নজরুল ইসলামের কাছে কুমিল্লা ডিবি পুলিশের চার সদস্যকে হস্তান্তর করে। এসময় কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম ভুইয়া উপস্থিত ছিলেন। ১২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মো. নজরুল ইসলাম হটনিউজ২৪বিডি.কমকে জানান, বিজিবি ও বিএসএফের সঙ্গে সুসম্পর্কের কারণেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ৪ পুলিশ সদস্যকে সহজেই ফেরত দিয়েছে। তবে বাংলাদেশের প্যানাল কোড অনুযায়ী বিচারের দাবি জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১৫৮ ব্যাটালিয়নের কমাডেন্ট শ্রী রাগবিশ সিং। উল্লেখ্য, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশিদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালাতে গিয়ে কমিল্লা জেলা ডিবি পুলিশের এএসআই আলমগীর, এএসআই সবুজ, কনস্টেবল তাপস ও কনস্টেবল সেলিম ভুল করে ত্রিপুরা রাজ্যের বক্সনগর থানার রহিমপুর গ্রামে ঢুকে পড়ে। পরে বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top