সকল মেনু

এদেশের মানুষ শিশু হত্যাকারীদের জাতি ক্ষমা করবে না- প্রধানমন্ত্রী

  hasina1-e1415792201352-300x168স্টাফ করেসপন্ডেন্ট,হটনিউজ২৪বিডি.কম, ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘হরতাল-অবরোধের নামে যারা শিশু হত্যা করছে জাতি তাদের কোনো দিনও ক্ষমা করবে না। বিএনপি জামায়াত জোট কর্মসূচির নামে শিশুদের শিক্ষা জীবন নষ্ট করছে। জাতি এদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।’ বৃহস্পতিবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আযোজিত শিশু-কিশোর সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন তিনি। তিনি বলেন, ‘যখন দেশের লাখ লাখ ছাত্র-ছাত্রী পরীক্ষা দিচ্ছে তখনই ২০ দল হরতাল দিয়ে পরীক্ষায় বাধা দেয়ার চেষ্টা করছে, আর শিশুরা স্কুলে যেতে পারছে না।  আমাদের শিশুদের ভবিষ্যৎ নিয়ে যারা খেলবে, অবশ্যই জাতি ঘৃণাভরে তাদেরকে প্রত্যাখ্যান করবে। একদিন এদের বিচার হবে ‘ ভাষণ শেষে প্রধানমন্ত্রী কুচকাওয়াজে অংশ নেয়া শিক্ষার্থীদের সালাম গ্রহণ করেন। রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এ কুচকাওয়াজে অংশ নেয়। কুচকাওয়াজ শেষে শিশুদের মনোজ্ঞ প্রদর্শনী (ডিসপ্লে) পরিবেশিত হয়। ডিসপ্লেতে বাংলাদেশের গৌরবের প্রতীক স্মৃতিসৌধসহ বিভিন্ন বিষয় নান্দনিকভাবে তুলে ধরা হয়। বিএনপির উদ্দেশে  প্রধানমন্ত্রী বলেন, ‘হরতাল-অবরোধ দিয়ে দেশকে পিছিয়ে রাখার চেষ্টা করছেন তারা। এমনকি এসএসসি পরীক্ষার সময়ও হরতাল দেয়া হচ্ছে। তারা যেভাবে মানুষ পুড়িয়ে মারছে জাতি ঘৃণাভরে তাদের প্রত্যাখ্যান করবে।  আমরা উন্নত সমাজ চাই। আমরা চাই শান্তিপূর্ণ দেশ।’ হানাহানি মারামারি এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসকে না বলে মাতৃভূমির উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আরো বলেন, ‘হানাহানি, মারামারি, সন্ত্রাস ও জঙ্গিবাদ আমরা চাই না। আসুন সকলে এই জঙ্গিবাদ ও সন্ত্রাসকে না বলি। বাংলাদেশকে গড়ে তুলি বিশ্বসভায় মর্যাদার আসনে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top