সকল মেনু

কুড়িগ্রামে শহীদ লে. সামাদ বীর উত্তম স্মৃতিস্তম্ভের উদ্বোধন

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে শহীদ লেফটেনেন্ট আসফাকুস সামাদ বীর উত্তমের কবর সংরক্ষন ও স্মৃতি স্তম্ভের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশন বীর মুক্তিযোদ্ধার কবর সংরক্ষন ও এ স্মৃতিস্তম্ভটি নির্মান করেন। স্বাধীনতার ৪৪ বছর পর মুক্তিযুদ্ধকালিন কুড়িগ্রামে সবচেয়ে বড় সম্মুখ যুদ্ধে যিনি নিহত হন তিনিunnamed হচ্ছেন,লেফটেনেন্ট আসফাকুস সামাদ বীর উত্তম। বুধবার দুপুরে ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাটে বীর মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন জেলা প্রশাসক এবিএম আজাদ। এসময় অন্যান্যের মধ্যে  কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক মেজর জেনারেল (অব:) আমসা আমিন, ৬৬ পদাতিক ডিভিশনের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার একেএম সামসুদ্দিন, ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন। পরে এ বীর শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উল্লেখ্য,মহান মুক্তিযুদ্ধের সময় ২০ নভেম্বর নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ব্রিজের কাছে পাকসেনাদের সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন মুক্তিযুদ্ধে প্রথম কমিশন প্রাপ্ত অফিসার লে. আসফাকুস সামাদ বীর উত্তম। পরদিন তার সহযোদ্ধরা সমাদসহ আরও ৩জনের লাশ উদ্ধার করে ভুরুঙ্গামারী জয়মনির হাট মসজিদ সংলগ্ন এলাকায় দাফন করেন। তাঁর স্মৃতির পতি সম্মান জানিয়ে এলাকাবাসী ঐ এলাকার নাম রাখেন সামাদ নগর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top