সকল মেনু

আড়াই হাজার কোটি টাকার প্রকল্প শিশু ও অন্তঃসত্ত্বাদের চিকিৎসায়

 সচিবালয় প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম : সরকার গ্রামের কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দরিদ্র শিশু ও অন্তঃসত্ত্বাদের চিকিৎসাসেবা দিতে আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে ।বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ‘ইনকাম সাপোর্ট ফর দ্য পুওরেস্ট’ প্রকল্পের আওতায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয় এ প্রকল্প বাস্তবায়ন করবে। সোমবার দুপুরে সচিবালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগামী ১ এপ্রিল থেকে এ প্রকল্পের কার্যক্রম শুরু হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top