সকল মেনু

চাঁদপুরে ২৪ জেলের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:চাঁদপুরে হাইমচরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারকালে আটক ২৪ জেলেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ২২ জেলের প্রত্যেককে দেড় মাসের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা এবং অপর দুই জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। রোববার দুপুরে ইউএনও অফিসে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালকা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। শনিবার রাতভর হাইমচরে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪ জেলেকে আটক করা হয়। অপরদিকে হাইমচরের চরভৈরবীতে মাছ শিকারে বাধা দেয়ায় হামলার শিকার হন স্থানীয় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী। এই ঘটনায় আটক ৮ জেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।ইলিশের অভয়াশ্রম কর্মসূচির আওতায় মার্চ-এপ্রিল এই দুই মাস চাঁদপুরের মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top