সকল মেনু

দুর্গাপুরে দু’বোনের পৈত্রিক সম্পত্তি দখলে নেয়ার অভিযোগ

 বিজন কৃষ্ণ রায় ,দূর্গাপুর নেএকোণা): নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাভাউতা গ্রামের মৃত লাল মিয়ার মেয়ে শারমিন আক্তার ও সাথী আক্তারের পৈত্রিক প্রায় ৬ একর ৮০ শতাংশ সম্পত্তি তাদেরই পাঁচ চাচার দখলে নেয়ার পায়তারা চালানোর অভিযোগ উঠেছে। দুই বোন স্থানীয় এমপি ও পুলিশ সুপার বরাবরে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেছেন, অভিযোগে জানা গেছে, জেলার দুর্গাপুরের গাভাউতা গ্রামের লাল মিয়ার মৃত্যুর পর তারই ভাই তারা মিয়া, কালা মিয়া, হাসিম উদ্দিন, আলী, নূর মিয়া দুই ভাতিজির পৈত্রিক সম্পত্তি দখলে নেয়র জন্য নানাভাবে ষড়যন্ত্র শুরু করে। এক পর্যায়ে শারমিন আক্তারকে বাড়িতে আটকে রেখে জোর পূর্বক হাসিম উদ্দিনের ছেলে বিল্লালের সাথে বিয়ে দেয়। বিল্লাল হোসেন শারমিনের ভাগের জমি তার নামে লিখে দেয়ার জন্য ফিল্মি স্টাইলে অত্যাচার নির্যাতন শুরু করে। শারমিন আক্তার জীবন রক্ষার জন্য বিল্লাল হোসেনকে তালাক দেয়। এতে বিল্লাল  হোসেন ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে শারমিন আক্তার ও সাথী আক্তারকে মেরে ফেলার জন্য হুমকি ধমকি দেয়। এতে তারা দুই বোন জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম খান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, গাভাউতা গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে বেশ কিছুদিন ধরে পারিবারিক বিরোধ চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top