সকল মেনু

কোটচাঁদপুরে মাংসের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি

 এস,আই মল্লিক, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মাংসের মূল্য অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি পেয়েছে। এক শ্রেণীর অসাধু মাংস ব্যবাসয়ী সিন্ডিকেট করে প্রতিনিয়ত বাড়িয়ে চলেছে মাংসের দাম। অথচ, এ নিয়ে কারো যেন কোন মাথাব্যথা নেই। ভুক্তভোগীদের অভিযোগে জানা যায়, পৌর শহরের মেইন বাজার, চৌগাছা বাসষ্ট্যান্ড, মেইন বাসষ্ট্যন্ড, কলেজ বাসষ্ট্যান্ড, বলুহর বাসষ্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে উঠেছে প্রায় ১৫-২০টি মাংসের দোকান। দোকানগুলোতে দেদারর্সে জবাই করে বিক্রি করা হচ্ছে খাবার অনুপোযোগৗ যত্র-তত্র গরু-ছাগল। শুক্রবার সরেজমিন শহরের বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, গরু মাংস বিক্রি করা হচ্ছে প্রতি কেজি ৩৫০ টাকা থেকে ৩৮০ টাকা দরে, খাসির মাংস ৫২০ টাকা থেকে ৫৫০ টাকা কেজি দরে। অথচ, সরকার নির্ধারিত মূল্য গরু মাংস ২৭৫ টাকা এবং খাসির মাংস ৪২৫ টাকা কেজি দরে বিক্রি করার নিয়ম থাকলেও এ উপজেলায় তা মানা হচ্ছে না। মাংসের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণ জানতে চাইলে বিক্রেতারা বলেন, আমরা যেমন দরে ক্রয় করছি তেমন বিক্রি করছি, লাভ না করলে আমাদের চলবে কিভাবে। অপরদিকে মাংসের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী ক্রেতারা বাজার মনিটরিংয়ের জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের নিকট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top