সকল মেনু

প্রধানমন্ত্রী সম্মিলিত সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন

 আছাদুজ্জামান,হটনিউজ২৪বিডি.কম, ঢাকা: রাজধানীর পুরাতন বিমানবন্দরে অবস্থিত জাতীয় প্যারেড স্কোয়ারে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২২ মার্চ) বিকেলে পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী এ প্রদর্শনীর উদ্বোধন করেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৫ উদযাপন উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উদ্বোধনের পরপরই ফ্লাইং পাস করে মেলার উপর দিয়ে উড়ে যায় বিমান বাহিনীর যুদ্ধবিমান। এছাড়া অনুষ্ঠিত হয় ছত্রীসেনাদের প্যারাক্রুপিং। এর আগে প্রধানমন্ত্রী প্রদর্শনীস্থলে এসে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব ও বিমান প্রধান এয়ার ভাইস মার্শাল ইনামুল বারী তাকে স্বাগত জানান। উদ্বোধন শেষে তিন বাহিনী স্থাপিত বিভিন্ন স্টল ও প্যাভেলিয়ন ঘুরে হালকা ও ভারী অস্ত্র প্রদর্শন দেখেন প্রধানমন্ত্রী। আগমী ৩১ মার্চ প্রদর্শনীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে। ওই দিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য প্রদর্শনী দেখার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top