সকল মেনু

‘লাউ নেন বাহে মাত্র ৫ টাকা’

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের কৃষকরা লাউ চাষ করে মহা বিরম্ববনায় পরেছেন। নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ, নুনখাওয়া ও হাসনাবাদ হাট ঘুরে দেখা যায় অনেক কৃষক ঠেলাগাড়ী ভর্তি লাউ বেচতে এসে বিক্রী না হওয়ায় ফেরৎ নিয়ে যাচ্ছেন। কেউ কেউ পানির দরে বিক্রী করে ঠেলাগাড়ী ভাড়া তুলছেন। নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কৃষক দবির উদ্দিন জানান, গত মৌসুমে তিন বিঘা জমিতে লাউ চাষ করে অনেক টাকা মোনাফা হয়েছে। সেই আশায় এ মৌসুমেও তিন বিঘা জমিতে লাউ করেছি। লাউয়ের ফলন ভাল হয়েছে। কিন্তু হরতাল অবরোধের কারনে বাইরের পাইকার আসতে না পারায় আমরা এবার মাঠে মারা গেলাম। আসল টাকাই উঠবে না। নাগেশ্বরী উপজেলার কৃষক মাহাতাব, লোকমান আলী ও ছোলেমান মিয়া জানান, লাউ চাষ করে এবার আহম্মকি হইছে। হরতাল হরতাল করি এবার সউগ শ্যাষ।  একই উপজেলার হাসনাবাদের কৃষক জমসেদ আলী তার আবাদের ৪-৫শ লাউ সাত খানা ঠেলাগাড়ী ভর্তি করে ভিতরবন্দ হাটে নিয়ে গিয়ে অভিনব কায়দায় মাইক দিয়ে প্রচার করছে ‘যারা লাউ ভালবাসেন তারা লাউ নেন বাহে দাম মাত্র ৫টাকা’। এমনকি লাই বিক্রি করতে সাধের লাউয়ের গান ও গাওয়া হচ্ছে মাইকে। এ ব্যাপারে নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মাসুদুর রহমান বলেন, গত মৌসুমে লাউয়ের দাম ভাল পাওয়ায় চলতি মৌসুমে এ উপজেলায় অনেক  কৃষক বেশি বেশি জমিতে লাউ চাষ করেছে। বাম্পার ফলন হয়েছে। দেশের বর্তমান অস্থিরতায় বাইরের পাইকার সময় মত আসতে না পারায় কৃষকের ক্ষতি হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top