সকল মেনু

নীলফামারীতে ৭৮৫ জন বৃত্তি পেয়েছে

মো. আমিরুজ্জামান, নীলফামারী ১৬ মার্চ: নীলফামারীর ৬টি উপজেলা থেকে চলতি বছর বৃত্তির ফলাফলে মোট ৭৮৫ জন বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩১৫ জন, সাধারন গ্রেডে ৪০৮ জন ও সম্পূরক বৃত্তি পেয়েছে ১২ জন। প্রকাশিত ফলাফলে ছেলে শিক্ষার্থী ৩৯০ জন ও মেয়ে শিক্ষার্থী ৩৯৫ জন স্থান পেয়েছে। প্রাথমিকের এই ফলাফল গতকাল রবিবার ঘোষণা করা হয়। ট্যালেন্টপুলে বৃত্তির হার মাসিক ২০০ টাকা এবং সাধারণ বৃত্তির ক্ষেত্রে বৃত্তির হার ১৫০ টাকা। বৃত্তির মেয়াদ উভয় ক্ষেত্রে ৩ বছর। এছাড়া বৃত্তিপ্রাপ্ত প্রত্যেককে প্রতিবছর এককালীন ১৫০ টাকা করে পাবে। জেলার উপজেলাওয়ারী বৃত্তিপ্রাপ্তদের সংখ্যা হচ্ছে কিশোরীগঞ্জে ৪১ জন ট্যালেন্টপুলে ও সাধারণ বৃত্তি ৩৮ জন, জলঢাকায় ট্যালেন্টপুলে ৯৪ জন ও সাধারণ বৃত্তি ৮২ জন, ডোমারে ট্যা­ন্টপুলে ৪৬ জন ও সাধারণ গ্রেডে ৭০ জন এবং সম্পূরক বৃত্তি ৮ জন, সদরে ট্যলেন্টপুলে ৭৩ জন ও সাধারণ বৃত্তি ৯৪ জন ও সম্পূরক বৃত্তি পেয়েছে ৪ জন, সৈয়দপুরে ট্যালেন্টপুলে ৫২ জন ও সাধারণ গ্রেডে ৮২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। ফলাফল বিশ্লেষনে ছেলেদের চেয়ে মেয়েরা ভাল করেছে। উপজেলা শিক্ষা অফিসার আহসান হাবিব জানান, গ্রামের চেয়ে শহরের বনেদী স্কুলগুলো ভাল করেছে। প্রতিবছর বৃত্তিপ্রাপ্তদের সংখ্যা বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top