সকল মেনু

সীমান্তে বিজিবির গণসচেতনতা মূলক আলোচনা সভা

 ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও দুর্ঘটনা রোধকল্পে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাংগা সীমান্তে পাগলারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গণসচেতনতা মূলক আলোচনা সভা করেছে ৪৫ বিজিবি ব্যাটালিয়ন কুড়িগ্রাম। সম্প্রতি সীমান্ত এলাকার জনসাধারণের মধ্যে আইন অমান্য করে অবৈধ উপায়ে কাটাতারের বেড়া অতিক্রম করে ভারতে যাওয়ার প্রবনতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। এমনকি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে বিএসএফ কর্তৃক আটক হয়ে অনেক নাগরিক শারীরিক ও মানসিক ভাবে লাঞ্চিত হওয়াসহ ভারতীয় কারাগারে মানবেতর জীবনযাপন করছে অনেক বাংলাদেশী নাগরিক। এমনকি অবৈধ ভাবে মানব পাচারের শিকারও হয় কখনও কখনও। এগুলো বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে রোববার সকালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়ন এর পরিচালক লে. কর্ণেল জাকির হোসেন, ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম আহসান হাবিব, উপজেলার চেয়ারম্যান নুরুন্নবী সরকার, শিলকুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও দিয়াডাংগা কোম্পানী কমান্ডার পেয়ারা তালুকদার উপস্থিত ছিলেন ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top