সকল মেনু

রংপুরে ভারতীয় ভিসা কেন্দ্র স্থাপন হবে- নিনাদ

 ইকবাল হোসেন, রংপুর ব্যুরো: ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারী (পলিটিক্যাল) নিনাদ এস দেশপান্ডে বলেছেন, চলতি বছরই রংপুরে ভারতীয় ভিসা কেন্দ্র স্থাপন হবে। তিনি বলেন বাংলাদেশ ও ভারতের সর্ম্পক খুবই বন্ধু সুলভ। দেশের সীমান্ত, তিস্তার পানি চুক্তি, দুদেশের বানিজ্য বিস্তার ও বৈষম্য দূরিকরণ এবং বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর বিষয়ে দু’দেশের সরকারের মধ্যে আলাপ আলোচনা চলছে। রংপুর সিটি প্রেসক্লাবের উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ভারতীয় হাই কমিশন ও বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি সব সময় পাশে থাকবে। শনিবার রংপুর সিটি প্রেসক্লাবের আয়োজনে ও বাংলাদেশ ভারত  ফ্রেন্ডস  সোসাইটির সহযোগীতায় ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বললেন । রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি শরীফুজ্জামান বুলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ-ভারত ফ্রেন্ডস সোসাইটির কার্যকরী সদস্য হাবিবুল হক ফুলু সরকার, সদস্য শাহীন সুলতানা, মহাসচিব সুবির কুশারী, হাফিজুল হক সরকার নীলু, সিটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাকিল আহম্মেদ, সাংবাদিক এ কে এম মইনুল হক প্রমুখ।  পরে তিনি মাহিগঞ্জ প্রেসক্লাব, মাহিগঞ্জ শাহী জামে মসজিদ, ডিমলা রাজ দেবোত্তর স্ট্রেট কালী বাড়ী মন্দির, রামকৃষ্ণ আশ্রম, পরিশনাথ মন্দির পরিদর্শন করেন। তিনি সবার সাথে কুশল বিনিময় করেন। এসময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মাহিগঞ্জ প্রেসক্লাবে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মাহিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বাবলু নাগ। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ফুলু সরকার, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি এ্যাড: রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা, প্রেসক্লাব সম্পাদক হাসেম আলী, সহ-সভাপতি মকবুল হোসেন দুলাল, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, শামসুল আলম, মাহবুবার রহমান, কামরুজ্জামান সেলিম, আফজাল হোসেন, রংপুর চেম্বার অব কমার্সের নির্বাহী সদস্য রবি সোমানী, লোকমান হোসেন মোল্লা, সমাজ সেবক আব্দুর রহমান বাবু, হাসিনুল ইসলাম বাবলু, আলম হোসেন চৌধুরী প্রমুখ। এর আগে তিনি আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top