সকল মেনু

শংকামুক্ত জীবন, নিরাপদে ক্লাস ও পরীক্ষাসহ শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধের দাবিতে গাইবান্ধা আইন কলেজের মানবন্ধন

T3গাইবান্ধা প্রতিনিধি : শংকামুক্ত জীবন, নিরাপদে ক্লাস ও পরীক্ষাসহ শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধের দাবিতে গাইবান্ধা আইন কলেজের উদ্যোগে এক মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার দুপুরে জেলা শহরের স্টেশন রোডে আইন কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্রছাত্রী ও অভিভাবকরা মানবন্ধনে অংশ নেন।

উচ্চ শিক্ষা প্রসারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘শংকামুক্ত জীবন চাই, নিরাপদে ক্লাস করতে চাই, পরীক্ষা দিতে চাই, শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধ কর’ এই শ্লোগানকে নিয়ে মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মকবুলার রহমান, সিদ্দিক হোসেন সেলিম, আবু আহম্মেদ আব্দুল্লাহ কনক, মো. শামসুজ্জোহা, সমীরণ কুমার সরকার, ইব্রাহিম খলিল, কামাল হোসেন প্রমুখ।

অপরদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘোষনা অনুযায়ী সারাদেশের ন্যায় সাদুল্যাপুর ডিগ্রী মহা বিদ্যালয়, সুন্দরগঞ্জ ডিগ্রী মহিলা কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্রছাত্রী ও অভিভাবকরা একই ধরনের কর্মসূচী পালন করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top