সকল মেনু

সৌন্দর্যের পূর্ণভূমি সিলেট

35231_1সিলেট প্রতিনিধি : সুরমা নদীর তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত শহর সিলেট। হাওড়-বাওড়, চা বাগান, জলপ্রপাতের সৌন্দর্য দেখতে ভ্রমণ পিপাসুরা বার বার ছুটে আসে ৩৬০ আউলিয়ার এই শহরে।

শীত মৌসুমে সিলেটের হাওড়-বাওড়গুলো ভরে উঠে অতিথি পাখির কলরবে। সিলেটের পিয়াইন নদীর অববাহিকায় গড়ে ওঠা জাফলং এর অপূর্ব সৌন্দর্য বিমহিত করে পর্যটকদের। সারি নদীর ধার ঘেষে লালাখাল এর স্বচ্ছ জলরাশির প্রেমে পড়তে যেকোনো মানুষ বাধ্য। ভোলাগঞ্জ এর পাথরকোয়ারীর অপরুপ রুপে যেকোনো পর্যটক আনন্দ পেতে পারে। উপমহাদেশের প্রথম চা বাগান মালনীছাড়া পর্যটকদের কাছে আরেক বিশ্ময়। এ ছাড়াও সুরমা নদীর উপরে ক্বীন ব্রীজ না দেখলে সিলেট ভ্রমণ অনেকটাই খালি থেকে যায়।
সিলেটে দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে-

  •  হযরত শাহজালাল (রাঃ) ও হযরত শাহ পরাণ (রাঃ) এর মাজার শরীফ।
  •  জাফলং (নদীতে ভেসে আসা পাথর উত্তোলন, চা বাগান, খাসীয়া পল¬ী)।
  •  জৈন্তাপূর (পুরানো রাজবাড়ী )।
  •  মাধব কুন্ড (জলপ্রভাত)।
  •  শ্রীমঙ্গল (চা বাগান,লাওয়াছড়া উদ্যেন,মাধব পুর লেক)।
  •  লালাখাল।
  •  তামাবিল।
  •  হাকালুকি হাওড়।
  •  ক্বীন ব্রীজ।
  •  ভোলাগঞ্জ।
  •  রাতারগুল সোয়াম্প ফরেস্ট।
  •  মহাপ্রভু শ্রী চৈত্যনো দেবের বাড়ী।
  •  হাছন রাজার মিউজিয়াম।
  •  মালনী ছড়া চা বাগান।
  •  ড্রিমল্যান্ড পার্ক।
  •  আলী আমজাদের ঘড়ি।
  •  জিতু মিয়ার বাড়ী।
  •  মুনিপুরী রাজবাড়ি।
  •  মুনিপুরী মিউজিয়াম।
  •  শাহী ঈদগাহ।
  •  ওসমানী শিশু পার্ক।
  •  জাকারিয়া সিটি।
  •  পর্যটন মোটেল।
  •  এডভের্ঞ্চার ওয়ার্ল্ড।
  •  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও
  •  শ্রীপুর পিকনিক স্পট।

থাকার জন্য সিলেটে রয়েছে বিভিন্ন উন্নত মানের হোটেল, মোটেল, কটেজ। ফাইভস্টার হোটেল রোজভিউ ছাড়াও রয়েছে হোটেল ডালাস, ফরচুন গার্ডেন, পর্যটন মোটেল সিলেট, হোটেল অনুরাগ, হোটেল সুপ্রিম, হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল। এছাড়া প্রোয়োজন ও সামর্থ অনুযায়ী পর্যটকরা তাদের পছন্দের যেকোনো জায়গায় অবস্থান করতে পারে।
সিলেটে বাসে আসতে চাইলে শ্যামলি, হানিফ, সোহাগ, ইউনিক, গ্রীণ লাইন উল্লেখযোগ্য। ভোর থেকে শুরু করে রাত ১২.৩০টা পর্যন্ত এসব বাস পাওয়া যায়। বাসে আসতে সময় লাগবে অনুমানিক ৪-৪.৩০ ঘন্টা। প্রকারভেদে টিকেটের দাম পড়বে ৩০০-৯২০ টাকা।

এছাড়া বিমানে আসতে চাইলে ইউনাইটেড এয়ার ওয়েজ, জি এম জি এয়ার ও বাংলাদেশ বিমানের একাধিক ফ্লাইট পাওয়া যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top